সুনামগঞ্জে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২৩
০২:২৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
০২:৩২ অপরাহ্ন



সুনামগঞ্জে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি


পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে ‘মুবারক র‌্যালি’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সুনামগঞ্জ শহরে সহস্রাধিক মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এ ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা মিছিল সহকারে জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন অতিথিবৃন্দ।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসূল (সা.) এর পবিত্র মীলাদ আমাদের মাঝে ঈমানী চেতনা বাড়িয়ে দেয়। আমরা আল্লাহর রাসূল (সা.) এর আদর্শে জীবন পরিবর্তনের সবক পাই মীলাদুন্নবী (সা.) উদযাপনে। সুন্নতে নববীর রঙে জীবন রাঙানোর অনুপ্রেরণা যোগায় মীলাদুন্নবী (সা.) কেন্দ্রিক বিভিন্ন আয়োজন। আলাহর হাবীব (সা.) এর প্রতি আমাদের মুহাব্বাতের চর্চা বেড়ে যায় এই পবিত্র মাহিনায়। তাই রাসূল (সা.) এর প্রতি হৃদয়ের আবেগ ঢেলে মুহাব্বাত প্রকাশের সর্বোত্তম এক মাধ্যম হলো পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.)।

তিনি আরো বলেন, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আমরা যে র‌্যালি করি সেটা নব আবিষ্কৃত কোনো বিষয় নয়। দেশে দেশে এই র‌্যালি উদযাপিত হয় মহাসমারোহে, বর্ণাঢ্য আয়োজনে। তাই আমাদের উচিত সকল ছোট-খাটো মতপার্থক্য ভুলে রাস‚ল (সা.) এর প্রতি হৃদয়ের আকুতি প্রকাশার্থে এর সর্বোত্তম আয়োজন ও র‌্যালির মাধ্যমে তা বাস্তবায়ন করা।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর সভাপতিত্বে এবং জেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল ও তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আলী আছগর খান।

তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা'র সভাপতি মো. মুহাইমিনুল হক এর স্বাগত বক্তব্যে স‚চিত র‌্যালিপ‚র্ব আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন, সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান, কাজী আমিন উদ্দিন আমিনী, কাজি শফিক হজ্ব গ্রুপের চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম, দ্বীনি সিনিয়র মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, পালপুর জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি ছালিক আহমদ সুমন, আব্দুল কাইয়ুম সিদ্দিকী, জেলা সহ-সভাপতি আবু হেনা ইয়াসিন, সাবেক সহ-সভাপতি আলী মুহাম্মদ ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মিনার, জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আল আমিন, জেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, জেলা আল ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হুদা, মাওলানা আজমল হোসাইন জামী, প্রচার সম্পাদক মাওলানা আবু সাঈদ সৈয়দ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী আব্দুস সামাদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক হাফিজ শমসু মিয়া সুজল, অফিস সম্পাদক মাওলানা নাজমুল হুদা মিসবাহ।

আরোও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারিছ আলী, প্রচার সম্পাদক ফয়সল আহমদ, সহ-প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক বেলাল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আব্দুল বাছিত, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সদস্য মাওলানা নজমুল হক নচিবী, বিশম্ভরপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মহি উদ্দীন এমরান, ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফী, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মফিদুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা সাধারণ সম্পাদক ক্বারী ছানুওয়ার হোসেন, জেলা তালামীযের সদস্য আব্দুল কদ্দুস, আলী নুর রহমান, মুহাম্মদ শিহাব উদ্দিন, আব্দুল আলিম, এমসি কলেজ তালামীযের সাবেক সভাপতি মো. আফরুজ্জামান, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি তারেক আহমদ রাজু, ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি মামুনুর রশীদ মামুন, সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল জলিল, জগন্নাথপুর (পুর্ব) উপজেলার সভাপতি, আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর (পশ্চিম) উপজেলার সভাপতি আব্দুল কদ্দুছ মুন্না, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি সোহানুর রহমান, জগন্নাথপুর পৌর সভাপতি ইমরান খাঁন, দোয়ারাবাজার (প‚র্ব) উপজেলার সভাপতি সাজিদুর রহমান, দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলার সভাপতি শাহ মাসুক আহমদ নাঈম, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার সভাপতি সালমান আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখার সভাপতি সালেহ আহমদ, বুরাইয়া কামিল মাদরাসা ছাত্র সংসদের সাবেক জিএস মাকসুদুর রহমান, জগন্নাথপুর (পুর্ব) উপজেলার সাধারণ সম্পাদক জামান আহমদ, দোয়ারা (প‚র্ব) উপজেলার সাধারণ সম্পাদক লালন আহমদ রাজু, ছাতক (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ সাকির, দোয়ারা (পশ্চিম) উপজেলার সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সোহাগ, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক শাহিনুর আলম প্রমুখ।

এএন/০১/০৩১০২৩