সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬
০২:৪০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৪, ২০২৬
০২:৪০ অপরাহ্ন
সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা আটক, অস্ত্র উদ্ধার
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় (২৪ জানুয়ারি) দিরাই উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের আট রাউন্ড গুলি, বেশ কয়েকটি পাসপোর্ট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ উজ্জ্বল মিয়াকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পরে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হবে।
জিসি / ০১