নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২০
০৫:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২০
০৫:৪১ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। লকডাউনের ফলে সিলেটে বেসরকারি ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহ খোলা থাকবে। পাশাপাশি সরকারি-বেসরকারি সব ব্যাংকের এটিএম বুথ খোলা থাকবে।
গত ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে ব্যাংকটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, লকডাউনে সিলেটের সকল বেসরকারি ব্যাংকসমূহ বন্ধ থাকবে তবে এটিএম বুথ খোলা থাকবে। এটিএম বুথের লেনদেন স্বাভাবিক থাকবে। বুথ সমূহে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক খোলা থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০৯এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় যে, সরকার বা স্থানীয় প্রশাসন কোন এলাকায় লকডাউনের ঘোষণা দিলে সেইসব এলাকার ব্যাংক শাখাসমূহ বন্ধ থাকবে।
এনএইচ-০২/এএফ-১৩