সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৬, ২০২০
০৫:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২০
০২:২০ অপরাহ্ন



সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত
বাসা লকডাউনের প্রক্রিয়া চলছে

সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

আজ রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

আক্রান্ত ব্যক্তি সিলেটের একটি হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি নগরের হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় রয়েছেন। বাসাটি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, নিজে উদ্যোগী হয়ে পরীক্ষা করানোর পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

 

 

এনিএইচ-০৪/বিএ-২১