সিলেট-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এনসিপি’র এহতেশাম

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ১৮, ২০২৬
০৯:১২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২৬
০৯:২৩ অপরাহ্ন



সিলেট-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এনসিপি’র এহতেশাম


নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রার্থী এহতেশাম হক।

আজ রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন পাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

আপিলে মনোনয়ন বৈধ হওয়ার তথ্য নিশ্চিত করে এহতেশাম সিলেট মিররকে বলেন, 'নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ হওয়ার মাধ্যমে প্রমাণিত হলো সিলেটের রিটার্নিং কর্মকর্তা আমার সঙ্গে  অবিচার করেছিলেন।'

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '১০ দলীয় জোটের সাথে সমঝোতার মধ্যমে এনসিপি ২৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আরও কয়েটি আসনে এনসিপি থেকে প্রার্থী দেওয়া হবে। সিলেট-১ নিয়েও আমি আশাবাদী।'

জাতীয় নাগরিক পার্টির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক আবার দলটির নির্বাচনী ইশতেহার কমিটির প্রধানও। তিনি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্যও। তিনি যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাচিত কাউন্সিলর ছিলেন। 

দ্বৈত নাগরিত্ব ইস্যুতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাছাই বাছাইকালে এহতেশাম হকের মনোনয়ন বাতিল করেন। এরপর গত ৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেন এহতেশাম হক। এরপর আপিলে তিনি প্রার্থীতা ফিরে পেলেন।



আরসি-০১/এএফ-০৬