গভীর সঙ্কটে সিলেটের রেস্টুরেন্ট ব্যবসা

নাবিল হোসেন


জুন ২৫, ২০২০
০১:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০১:৪৮ অপরাহ্ন



গভীর সঙ্কটে সিলেটের রেস্টুরেন্ট ব্যবসা

সারাদিন কমবেশি জমজমাট কাজী অ্যাসপারাগাসে সন্ধ্যার পর রীতিমতো মানুষের ঢল নামত। করোনার থাবায় এখন শ্মশানের নীরবতা সেখানে। 

দৃষ্টিনন্দন ইন্টিরিয়র-এক্সটেরিয়র কাজ শেষে উদ্বোধন হওয়ার আগেই করোনার কবলে পড়ে নগরের চৌহাট্টার ‘মিট-আপ’ রেস্টুরেন্ট।

ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সবশ্রেণীর ভোজনবিলাসীদের পদচারণে মুখর থাকা ভোজন বাড়ি রেস্টুরেন্টে এখন রাজ্যের নীরবতা।