১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৩, ২০২৬
১২:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২৬
১২:১৩ অপরাহ্ন



১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

জনগণকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রলোভনের মতো করে এখন বিভিন্ন ধরনের কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের এই শীর্ষ নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এসব কাজ করেছে, তারাই এখন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। ১০ টাকা কেজি চালের মতো করে এখন নানা কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে যেন এখনই ফ্ল্যাট হাতে তুলে দেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'জনগণের ভোটের যে বৈধ অধিকার এবং ক্ষমতা, তা চোরাপথে প্রভাবিত করার চেষ্টা আমরা ঘৃণা করি। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

সরকার গঠনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'আমরা কোনো অলীক স্বপ্ন বা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। জনগণের ভোটে, ভালোবাসায় ও সমর্থনে যদি দেশ সেবার সুযোগ পাই, তাহলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন এবং সমস্যার বাস্তবসম্মত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দেশের জনগণের সম্পদই জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।'

পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, 'পোস্টাল ব্যালট পাঠানো শুরু হলেও অনেক জায়গায় এখনো তা পৌঁছায়নি। সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে অনুরোধ জানাচ্ছি, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যালট পাঠানো ও ফেরত আনা নিশ্চিত হয়। তা না হলে এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।'

প্রবাসীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, 'ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ায় প্রবাসীদের বঞ্চনার বিরুদ্ধে শক্ত প্রতিকার গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। আপনারা যাকে পছন্দ করেন, যে দলকে ভালোবাসেন, নিঃসংকোচে তাকেই ভোট দেবেন। একটি ভোটও কোনো আসনে ফলাফল বদলে দিতে পারে।'

তিনি বলেন, 'ভোট শুধু একটি অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্বও। অধিকার ও দায়িত্ব দুটিই পালন করতে হবে।'

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'রাজনীতিতে মৌলিক পরিবর্তন যারা চান, তারা গণভোটে ‘হ্যাঁ’ বলবেন।'

তিনি আরও বলেন, 'আমরা এককভাবে নয়, দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছি। জাতিকে আমরা আশ্বস্ত করেছি, একা নয়— সবাই মিলে বাংলাদেশ গড়ব।'

আরসি-০৪