একদিনে ৭ জেলায় বিরতিহীন প্রচার শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৩, ২০২৬
১০:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২৬
১০:৫৯ পূর্বাহ্ন



একদিনে ৭ জেলায় বিরতিহীন প্রচার শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে টানা সাত জেলার সফর শেষ করে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দিনের আলো পেরিয়ে গভীর রাত পর্যন্ত বিরতিহীন নির্বাচনী প্রচার শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে রাজধানীতে ফেরেন তিনি।

নির্বাচনী সমাবেশগুলোতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বাধীন ১৪ সদস্যের প্রতিনিধি দল। সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। রাত ৮টার কিছু পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বাসযোগে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান।

পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচার। দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেন তিনি। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার এবং সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান।

রাতেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান তারেক রহমান। সেখানে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি।

মধ্যরাত পেরিয়ে রাত ১২টা ১৭ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে জনসভাস্থলে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান। সেখানে প্রবাসীদের ভোটে অনিয়ম এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি।

রাত ২টায় নরসিংদীতে পৌঁছান তারেক রহমান। শীতের রাত উপেক্ষা করে প্রিয় নেতাকে এক নজর দেখতে সেখানে ভিড় জমান বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রাত পৌনে ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

টানা জনসভা শেষে ভোর ৫টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। এক রাতেই চার জেলা ঘুরে পাঁচটি জনসভা করে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেন তিনি।

আরসি-০২