অবশেষে গ্রেপ্তার রবি আওয়াল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৫, ২০২৫
০৩:৫৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৫
০৩:৫৩ অপরাহ্ন



অবশেষে গ্রেপ্তার রবি আওয়াল

অবশেষে গ্রেপ্তার রবি আওয়াল


অবশেষে র‌্যাবের খাঁচায় বন্দি করা হয়েছে রবি আওয়ালকে। র‌্যাবের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার চিনাবকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবি আওয়াল (২৯) বিশ্বম্ভরপুর থানার চেংবিল এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

তাকে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জিসি / ০৪