একদিন 'ম্যানেজ' করতে পারলেই ফেব্রুয়ারিতে টানা ৪ দিন ছুটি!

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৪, ২০২৬
০৩:৪৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২৬
০৩:৪৬ অপরাহ্ন



একদিন 'ম্যানেজ' করতে পারলেই ফেব্রুয়ারিতে টানা ৪ দিন ছুটি!

একদিন 'ম্যানেজ' করতে পারলেই ফেব্রুয়ারিতে টানা ৪ দিন ছুটি!


ফেব্রুয়ারিতে একদিন ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা চার দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবেবরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবেবরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সেই হিসেবে, যদি ৪ ফেব্রুয়ারি শবেবরাত হয় এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

জিসি / ০৫