সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৩
০৭:০০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৩
০১:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর শাখা ভটেরখাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ ভটেরখালে (সাদা পুলের মুখ) অজ্ঞাত মধ্যবয়সী এক ব্যাক্তির মরদেহ ভেসে আসতে দেখলে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জে প্রেরণ করেছি। রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। অজ্ঞাত ব্যাক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।’
এএফ/০৪