ছাতকে মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২৩
১২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২৩
১২:৫৪ পূর্বাহ্ন



ছাতকে মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা


ছাতকে মানসিক প্রতিবন্ধী মো. আইন উদ্দিন (২৬) নামের যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। যুবকের বাড়ি দোলারবাজার ইউনিয়নে দক্ষিণ কুরশী গ্রামের মৃত্য ওয়ারিছ আলী দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। চিকিৎসকের কাছে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে তার নিজ ঘরে গিয়ে আর আসেনি সে! না আসার কারন খোঁজতে গিয়ে পরিবার ও নিকট আত্মীয় স্বজনরা ভ্যান্টিলেটারের ফাঁক দিয়ে দিয়ে দেখেন সে গলায় রশি দিয়ে ঝুলে আছে।

 পরে, স্থানীয় ইউপি সদস্য সায়েক আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে পুলিশকে জানানো হয়।

 এ ব্যাপারে জাহিদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ গোলাম সারওয়ার জানান, মরদেহের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।


এসই/০১