তাহিরপুর প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৩
০৬:৫৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২৩
০৬:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শাহ আলমের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
তিনি জানান, আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকায় স্থানীয় জেলেরা শাহ আলমের লাশ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
তবে নিখোঁজ অপর ব্যক্তি ফয়েজ আহমদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় তাহিরপুর সদর থেকে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওড়ে ঝড়ের কবলে নৌকা ডুবে ফয়েজ আহমেদ ও শাহ আলম নিখোঁজ হোন।
এএফ/০৭