নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধের লা শ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২৩
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২৩
১২:৪২ পূর্বাহ্ন



নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধের লা শ উদ্ধার


সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ২৪ ঘন্টা পর চমক আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয় বাদীখাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি উপজেলার ৬ নং দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর চমক আলী শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে কৃষি জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদীখাল পারাপারকালে পানিতে ডুবে নিখোঁজ হন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


এসই/০৩