ধর্মপাশায় কৃষি য্ন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ২৬, ২০২৩
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২৩
০১:১১ পূর্বাহ্ন



ধর্মপাশায় কৃষি য্ন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ


সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ২০টি কৃষক গ্রুপের মধ্যে দুটি করে স্প্রে মেশিন, ৫০০ ফুট ফিতা পাইপ ও একটি করে পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ২টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,  পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল , জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,সুখাইড় রাজাপুর দক্ষিণ  ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা,সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা প্রমুখ।

এসএ-০১/এএফ-০৮