দর্শকদের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ রিয়াদের

খেলা ডেস্ক


অক্টোবর ৩০, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন



দর্শকদের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ রিয়াদের


পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, বাংলাদেশের দর্শক-সমর্থকদের অভাব হয় না। বিসিসিআইয়ের আয়োজনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশি সমর্থকদের উপচে পড়া উপস্থিতি।

এর আগে ওমানেও দেখা গেছে একই চিত্র। বাংলাদেশের খেলা হলে সমর্থকরা ছুটে যান গ্যালারিতে। করোনা পরবর্তী সময়ে দেশের ক্রিকেটে এখনও দর্শক প্রবেশাধিকার নেই। ওমান ও আরব আমিরাতে বাংলাদেশ দল তাই ফিরে পেয়েছে গ্যালারি ভরা দর্শকদের সামনে খেলার প্রিয় স্বাদ।

তবে দর্শকরা পাচ্ছেন না প্রত্যাশিত সাফল্য। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ কার্যত শেষ। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিরা প্রতি ম্যাচেই মাঠে আসছেন দলকে সমর্থন জানাতে। তাদেরকে জয় উপহার দিতে না পারায় আক্ষেপ ফুটে উঠল বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠেও।

রিয়াদের আহ্বান, এই পারফরম্যান্সের পরও যেন দর্শকরা তাদের পাশে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খারাপ লাগছে, আমাদের কারণে তারা হতাশ হলেন। প্রতিটি ম্যাচে তারা সমর্থন করে যাচ্ছেন। প্লিজ, আমাদের সমর্থন করে যাবেন। ইনশাআল্লাহ্‌ আমরা কিছু জয় এনে দিতে পারব।’

এএন/০৩