টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, খেলবে স্কটল্যান্ড

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৪, ২০২৬
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২৬
০৭:১৩ অপরাহ্ন



টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, খেলবে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, খেলবে স্কটল্যান্ড


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্থানে বিশ্বকাপে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়েছে।

শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

ক্রিকবাজ জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গা দখল করেছে স্কটল্যান্ড। কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়ার পর এবং শনিবার (২৪ জানুয়ারি) অবশেষে তারা এই সুযোগ পায়। 

আইসিসি সূত্র জানায়, গত কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত সহযোগী দেশ স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছিল সময়ের ব্যাপার মাত্র। শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি দিয়ে জানান, বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বোর্ডের সব সদস্যকে পাঠানো ওই চিঠিতে গুপ্তা উল্লেখ করেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা ছাড়া আইসিসির সামনে আর কোনো বিকল্প ছিল না। সেই সিদ্ধান্ত অনুযায়ী স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

একই সময়ে সঞ্জোগ গুপ্তা স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছেও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। 

জিসি / ০৩