ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৬
১২:০৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১১, ২০২৬
০৯:০৮ পূর্বাহ্ন
জেসন রয়।
বিপিএলের চলমান আসরে বিদেশি শক্তি আরো বাড়াতে যাচ্ছে সিলেট টাইটান্স। ইংল্যান্ডের অভিজ্ঞ ও বিধ্বংসী ব্যাটসম্যান জেসন রয়কে নিয়ে আসতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
সিলেট টাইটান্সের মালিকপক্ষের একটি সূত্র সিলেট মিরর-কে বিষয়টি নিশ্চিত করেছে।
সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত রয় টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের অন্যতম নির্ভরযোগ্য নাম। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত পারফরম্যান্স করে আসছেন এই ডানহাতি ওপেনার।
জেসন রয়কে দলে টানায় সিলেট টাইটান্সের ব্যাটিং লাইনআপ আরও গভীর ও আক্রমণাত্মক হবে বলে মনে করছে দলটির ম্যানেজমেন্ট। পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার পাশাপাশি বড় ইনিংস খেলার সামর্থ্য রয়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।
চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ও দলে যোগদানের সময়সূচি সোমবারই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪১৭ ম্যাচ খেলেছেন জেসন রয়। ২৭ গড়ে তার সংগ্রহ ১০ হাজার ৫৮৪ রান। সর্বোচ্চ ১৪৫ রানের অপরাজিত ইনিংস রয়েছে তার। ক্যারিয়ারে করেছেন ছয়টি সেঞ্চুরি ও ৬৯টি ফিফটি।
ইংল্যান্ডের হয়ে এক সময় তিন সংস্করণেই নিয়মিত ছিলেন রয়। সীমিত ওভারের ক্রিকেটে তার অভিজ্ঞতা ও ব্যাটিং সক্ষমতা বিপিএলে সিলেট টাইটান্সের শিরোপা স্বপ্নে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করছে দলটি। এর আগে তিনি সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতিয়ে গেছেন।
আরসি-০১