অস্ট্রেলিয়া সিরিজ জয় উদযাপন করলেন কোচ-নির্বাচকরা

খেলা ডেস্ক


আগস্ট ১২, ২০২১
০৩:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০৩:২৪ অপরাহ্ন



অস্ট্রেলিয়া সিরিজ জয় উদযাপন করলেন কোচ-নির্বাচকরা


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কেক কেটে উদযাপন করেছেন কোচ ও নির্বাচকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির আয়োজন করা হয় এই সাফল্যের পেছনের মানুষদের নিয়ে। 

কটি দলের পারফরম্যান্সের দেখভাল করেন কোচরা। সেই দল নির্বাচনের গুরুদায়িত্ব পালন করে জাতীয় দল তৈরি করেন নির্বাচকরা। খেলোয়াড়রা ভালো করার পিছনে অবদান আছে কোচ-নির্বাচকদের।

দল খারাপ করলে সমালোচনার মুখে পড়তে নির্বাচক ও কোচদের। বিসিবি পরিচালক আকরাম খানের ক্রিকেট অপারেশন্স বিভাগ কোচ-নির্বাচকদের নিয়ে উদযাপন করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ৪-১ ব্যবধানের সিরিজ জয়।

আকরাম জানালেন, ডমিঙ্গো-নান্নুদের নিয়ে এমন উদযাপন আরও করতে চান তিনি। 

আকরাম জানান, ২৪ আগস্ট নিউজিল্যান্ড সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তার আগপর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সাকিব-রিয়াদরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কোচিং প্যানেলের সব কোচকেই অনুশীলনে পাবে টাইগাররা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। 

এএন/০৫