মাস্টার ব্লাস্টারের কথায় মুগ্ধ রৌপ্যজয়ী মীরাবাই

খেলা ডেস্ক


আগস্ট ১২, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন



মাস্টার ব্লাস্টারের কথায় মুগ্ধ রৌপ্যজয়ী মীরাবাই
টোকিও অলিম্পিক


শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করলেন টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী ক্রীড়াবিদ মীরাবাই চানুর । মুম্বইয়ে শচীনের বাড়িতেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন মণিপুরের এই ভারোত্তোলক। বাড়িতে আসার পর শচীন টেন্ডুলকার ফুল দিয়ে শুভেচ্ছা জানান চানুকে। সেখানেই তাঁদের কথা হয় দীর্ঘক্ষণ। পরে দু’জনেই টুইট করে সাক্ষাতের কথা জানিয়েছেন।

অলিম্পিকের প্রথম দিনেই ভারতকে আনন্দ দিয়েছিলেন মীরাবাই। কর্ণম মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক ভারোত্তোলনের পদক জেতেন। তাঁর সৌজন্যে প্রথম বার অলিম্পিকের প্রথম দিনেই পদক পায় ভারত।

গতকাল চানু টুইট করেন, ‘বুধবার সকালে শচীন টেন্ডুলকার স্যারের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। ওঁর বুদ্ধিদীপ্ত কথা এবং অনুপ্রেরণা সব সময় আমার সঙ্গে থাকবে। প্রচণ্ড অনুপ্রাণিত হয়েছি’। 

এএন/০১