সাকিবের বিরল রেকর্ড

খেলা ডেস্ক


আগস্ট ১০, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন



সাকিবের বিরল রেকর্ড

কত কত রেকর্ডই তো নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। এই রেকর্ডটা নিশ্চয়ই তার কাছে আলাদা হয়ে থাকবে। কারণ এমন কীর্তি যে নেই আর কারও। একটি বিরল রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তার উইকেট সংখ্যা ঠিক একশ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে একশ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৯৮ টি। এই ম্যাচে দুই উইকেট নিতেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেন সাকিব।

এতে গড়েন ইতিহাসও। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। আগের ম্যাচে পাঁচ ছক্কা খাওয়ার লজ্জায় পড়েছিলেন। 

পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন সাকিব। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি। 

বিএ-১১