বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

খেলা ডেস্ক


আগস্ট ০৪, ২০২১
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২১
০৮:৪০ অপরাহ্ন



বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল


অস্ট্রেলিয়া সিরিজের পরপরই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে টিম নিউজিল্যান্ড।

প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে ম্যাচগুলো কখন শুরু হবে তা চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতদিনে পাঁচ টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচ শেষে রয়েছে একদিন করে বিরতি। ১০ দিনে হবে পাঁচটি ম্যাচ। 

এএন/০৪

@@@