খেলা ডেস্ক
আগস্ট ০৪, ২০২১
০৩:০১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২১
০৩:০১ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাজত্ব করেছে বৃষ্টি। বৃষ্টির দাপটে খেলা হয়নি তিনটি ম্যাচ। মাঠে গড়ানো একমাত্র ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই স্বাগতিক ওয়েস ইন্ডিজের অর্জন শূন্য। তাই চার ম্যাচের একটি জিতেই সিরিজ জিতল সফরকারীরা।
সর্বশেষ গতকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটিও পড়েছে বৃষ্টির বাধায়। গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ৩ ওভারে ৩০ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ম্যাচ আর শুরু করা যায়নি। বৃষ্টির বাধায় শেষ হতে পারেনি প্রথম ও তৃতীয় ম্যাচটিও। শেষ হতে পারা একমাত্র ম্যাচে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের সেই জয়ই সিরিজ জিতিয়ে দিয়েছে বাবর আজমদের।
দুদল এখন মনোযোগ দেবে টেস্টে। ১২ আগস্ট কিংস্টনে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ আগস্ট থেকে।
এএন/০১