ক্রীড়া প্রতিবেদক
জুলাই ২৪, ২০২১
০২:০৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২১
০২:০৬ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছে। তবে এই পাঁচ ক্রিকেটারের অভিষেক সুখকর হয়নি। আবিস্কা ফার্নান্ডো ও রাজাপাক্ষার অনবদ্য ইনিংসের সুবাদে ভারতেকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে ৩ ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ ম্যাচের ব্যবধানে।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই জিতেছিল ভারত। সম্ভবত সেকারণেই এদিন ভারতীয় দলে ছয়টি পরিবর্তন করেন কোচ রাহুল দ্রাবিড়। অভিষেক হয় নীতীশ রানা, সঞ্জু স্যামসন, রাহুল চাহার, চেতন সাকারিয়া ও কৃষ্ণাপ্পা গৌতমের। একসঙ্গে পাচজনের অভিষেক! ফলে অভিজ্ঞতার অভাবে ভুগতে হলো ভারতকে।
কলোম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২২৫ রান। দলের হয়ে পৃথ্বী শ’ সর্বোচ্চ ৪৯ ও সঞ্জু স্যামসন ৪৬ রান করেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থস লুইস নিয়ম অনুযায়ী, শ্রীলঙ্কাকে ২২৭ রানের টার্গেট দেওয়া হয়। জবাবে রাজাপাক্ষার ৬৫ ও আবিস্কা ফার্নান্ডোর ৭৬ রানের কল্যাণে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এএন/০২