খেলা ডেস্ক
জুলাই ২০, ২০২১
০৬:০০ অপরাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২১
০৬:০০ অপরাহ্ন
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ান ডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তামিম বাহিনী। আজকের ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। শেষ খবর পাওয়া অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ২৯ রান।
বাংলাদেশ দলে এদিন দুটি পরিবর্তন এসেছে। চোট পাওয়ায় মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলতে নামছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া শরিফুল ইসলামকে বিশ্রামে রাখা হয়েছে। তার বদলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আরসি-০৯