খেলা ডেস্ক
জুলাই ১৮, ২০২১
০১:৪৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২১
১০:৪২ অপরাহ্ন
প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ দল। রবিবার (১৮ জুলাই) ফের মুখোমুখি হচ্ছে দুদল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই তাই সিরিজ বাংলাদেশের। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হবে না ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানের।
জিম্বাবুয়ের একাদশে আসতে পারে পরিবর্তন। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে নামা হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। ছন্দে ফিরতে মরিয়া দলটি অবশ্য একাধিক পরিবর্তনও আনতে পারে একাদশে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আরসি-১২