পিএসএল দেখা যাবে ফেসবুকে

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২১
০৭:২০ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
০৭:২০ অপরাহ্ন



পিএসএল দেখা যাবে ফেসবুকে


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ শুরু হচ্ছে ৯ জুন। এবারের পিএসএলের বাকি অংশের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে ফেসবুকের পেইড অনলাইন ইভেন্টের মাধ্যমে। শুক্রবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির আন্তর্জাতিক মিডিয়া পার্টনার থাকায় বেশ কিছু অঞ্চল ও দেশের দর্শকরা এই ‍সুবিধা পাবেন না। সেসব অঞ্চল ও দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মালদ্বীপ।

স্থগিত হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় দফায় ১৬ দিনে অনুষ্ঠিত হবে ২০টি ম্যাচ। সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে। এর আগে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের শুরুতে স্থগিত করা হয়েছিল পিএসএলের ষষ্ঠ আসর। পরবর্তীতে করাচি থেকে পিএসএল সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুন।

এএন/০৮