শাইনপুকুরে ধরাশায়ী শেখ জামাল ধানমন্ডি

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন



শাইনপুকুরে ধরাশায়ী শেখ জামাল ধানমন্ডি
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি


তানজিদ তামিম, তৌহিদ হৃদয় আর রবিউল ইসলামের মাঝারি ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।  ওই রান নিয়ে দারুণ জ্বলে উঠলেন বাঁহাতি স্পিনার তানবির ইসলাম। অভিজ্ঞতায় ভরা শেখ জামাল ধানমন্ডি পারল না কুলিয়ে উঠতে।

শুক্রবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩৭ রান করেছিল শাইনপুকুর। মূল ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেখ জামাল করতে পেরেছে ১২৭ রান। শেখ জামালের ইনিংস বেধে রাখতে ৪ ওভার বল করে মাত্র ৮ রানে ৩ উইকেট নেন তানবির।

লিগে তিন ম্যাচে শাইনপুকুরের এটি প্রথম জয়। সমান ম্যাচে দ্বিতীয় হার শেখ জামালের। 

এএন/০৮