টি-টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চম হ্যাটট্রিকম্যান বাবু

ক্রীড়া প্রতিবেদক


জুন ০৪, ২০২১
০৪:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন



টি-টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চম হ্যাটট্রিকম্যান বাবু


টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন ব্রাদার্স ইউনিয়নের বোলার আলাউদ্দিন বাবু। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার মিরপুর শের-ই- বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। তার হ্যাটট্রিকে রূপগঞ্জ আটকে যায় ১১১ রানে। পরে অধিনায়ক মিজানুর রহমানের ৫২ বলে ৭৪ রানের কল্যাণে ৮ উইকেটের জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ হ্যাটট্রিক করেন বাবু। দেশের বোলারদের মধ্যে এই ফরম্যাটে প্রথম দু'টি হ্যাটট্রিক আল আমিন হোসেনের। সে হিসেবে বাবু হচ্ছেন হ্যাটট্রিকধারী পঞ্চম বোলার।

কোন দলের হয়ে কে হ্যাটট্রিক করেন

আল আমিন হোসেন (বিসিবি একাদশ) - প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)

আল আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)

আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)

মানিক খান (প্রাইম দোলেশ্বর) - প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)

কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) - প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)

আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) - প্রতিপক্ষ লিজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)

এএন/০১