ওয়ানডে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক

খেলা ডেস্ক


মে ২৭, ২০২১
০৪:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মে ২৭, ২০২১
০৪:৫৩ পূর্বাহ্ন



ওয়ানডে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক


আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান দখল করেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে  ১৪তম স্থানে উঠে গেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ ও দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলার পুরস্কারই পেলেন মুশফিক। বর্তমানে মুশফিকের রেটিং পয়েন্ট ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট। এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকই আছেন সবচেয়ে ভালো অবস্থানে। দ্বিতীয় সেরা অবস্থানে অধিনায়ক তামিম ইকবাল। তার অবস্থান ২৪তম। অল-রাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষে রয়েছেন।

এএন/০১