সিলেট মিরর ডেস্ক
মে ০৩, ২০২১
০৮:১৯ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২১
০৮:১৯ পূর্বাহ্ন
আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে দুর্দান্ত বল করলেন মুস্তাফিজুর রহমান। তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ লাইন-লেংথ আর কাটারের বুদ্ধিদীপ্ত মিশেলে নিলেন তিন উইকেট। রাজস্থান রয়্যালস পেল বড় জয়।
আইপিএলে রবিবার দিনের প্রথম ম্যাচে দিল্লিতে ২০ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ। চলতি মৌসুমে সাত ম্যাচে এটিই তার সেরা বোলিং। ৪ ওভার বোলিং করে হজম করেন কেবল দুটি বাউন্ডারি। তার আলোকিত দিনে ৫৫ রানে জেতে রাজস্থান।
জস বাটলারের ক্যারিয়ার সেরা বিধ্বংসী সেঞ্চুরি রাজস্থানকে গড়ে দেয় জয়ের ভিত। ৬৪ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ইংলিশ ব্যাটসম্যান, ২৮২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা তা প্রথম শতক।
২০ ওভারে রাজস্থান তোলে ২২০ রান। মুস্তাফিজ ও ক্রিস মরিসের দারুণ বোলিংয়ে হায়দরাবাদ থমকে যায় ১৬৫ রানে।
এই নিয়ে ৭ ম্যাচে এবার মুস্তাফিজের শিকার হলো ৮ উইকেট। ওভারপ্রতি রান ৮.২৯।
হায়দরাবাদের হয়ে ২০১৬ আইপিএলের ১৭ উইকেটের পর এটিই তার সেরা আইপিএল সাফল্য। ২০১৮ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিয়েছিলেন ৭ ম্যাচে ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ২২০/৩ (বাটলার ১২৪, স্যামসন ৪৮, পরাগ ১৫*, মিলার ৭*; সন্দিপ ৪-০-৫০-১, রশিদ ৪-০-২৪-১, বিজয় ৩-০-৪২-১)।
সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৬৫/৮ (মনিশ ৩১, বেয়ারস্টো ৩০, উইলিয়ামসন ২০; মুস্তাফিজ ৪-০-২০-৩, মরিস ৪-০-২৯-৩, কার্তিক ৪-০-৩২-১, তেওয়াতিয়া ৪-০-৪৫-১)।
এএন/০২