সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২১
০৮:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০৮:২৯ পূর্বাহ্ন
চলতি আইপিএলে শনিবার পর্যন্ত একমাত্র অপরাজিত দল ছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবারের আগে টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল দলটি। কিন্তু গতকাল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের কাছে ৬৯ রানের বড় ব্যবধানে হারে।
বেঙ্গালুরু ১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২/৯ রানে গুটিয়ে যায়।
৬৯ রানের বড় জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে গেল চেন্নাই। দলের জয়ে ২৮ বলে সর্বোচ্চ ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন রবিন্দ্র জাদেজা।
এএন/০২