আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চান সাকিব

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন



আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চান সাকিব

 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান। গেল ২৭ মার্চ তিনি ভারতে যান। এরপর কোয়ারেন্টিন পর্ব শেষ করে কলকাতার হয়ে নেমেছেন অনুশীলনে।

৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ১৪তম আইপিএল আসরে নতুন কিছু করে দেখাতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। আইপিএলের ইতিহাসে যা কেউ করেনি কখনো। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন সাকিব। আসন্ন আইপিএল নিয়ে আলাপচারিতায় সাকিব জানান, ‘আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে চাই।’ এখন পর্যন্ত যা কেউ পায়নি আইপিএলে। শুধু আইপিএল নয়, টি টোয়েন্টিতে কেউই এই রেকর্ড ছুঁতে পারেননি।

এর আগে ২০১২ সালে আইপিএলে রবীন্দ্র জাদেজা ৪৮ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন। সব ছাপিয়ে নতুন অলরাউন্ড পারফরমেন্স করতে চান সাকিব। চলতি আসরে প্রায় সাড়ে ৩ কোটি টাকায় সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এএন/০৬