সিলেট-ঢাকা বিভাগের ম্যাচ ড্র

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
০১:৫৫ পূর্বাহ্ন



সিলেট-ঢাকা বিভাগের ম্যাচ ড্র

 

সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচটি ড্র হয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৪৫ রান তোলে ঢাকা। ৩১ রানে ৩টি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র। পরে ড্র মেনে নেয় দুই দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করেছিল দলটি। অন্যদিকে সিলেট তাদের দুই ইনিংসে করে ৩৭০ ও ২১৯ রান। 

এর আগে তৃতীয় দিনের ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে ব্যাট করতে নামা সিলেট বিভাগ এদিন শেষ ৪ উইকেট হারিয়ে আর ৩৬ রান যোগ করতে পারে। ব্যক্তিগত ৮২ রানে আউট হব আসাদুল্লা আল গালিব। ১৬৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া তানজিব হাসান সাকিবের ব্যাট থেকে আসে ৩৩ রান। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুমন খান, নাজমুল ইসলাম অপু, শুভাগত ও সাইফ। ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখানো শুভাগত হন ম্যাচ সেরা।

এএন/০২