বিকএসপিতে সাইফের সেঞ্চুরি, ঢাকা ২৯৭/৮

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৩, ২০২১
০৭:২০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২১
০৭:২০ পূর্বাহ্ন



বিকএসপিতে সাইফের সেঞ্চুরি, ঢাকা ২৯৭/৮

 

বঙ্গবন্ধু জাতীয় লিগের প্রথম ম্যাচে দারুণ সেঞ্চুরি তুলে করেছেন সাইফ হাসান। বিকেএসপিতে রংপুরের বিপক্ষে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৯৭ রান করেছে ঢাকা। সাইফ করেন ২৩৩ বলে ১২৭ রান। অধিনায়ক নাদিফ চৌধুরী করেন ৬৯ রান। মাইদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ৪৭ রান। রংপুরের হয়ে ২৫ রানে ৪ উইকেট নিয়েছে মিডিয়াম পেসার আলাউদ্দিন বাবু।

সোমবার সকালে টস জিতে ব্যাট করতে গিয়ে কোন রান করার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। এরপর ৭৯ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন সাইফ-অঙ্কন। ৪৭ করে অঙ্কন ফেরার পর আবার ধস। দ্রুত ফেরেন তাইবুর পারভেজ আর শুভাগত হোম। ৬ষ্ঠ উইকেটে নাফিদের সঙ্গে আসে সাইফের ১৩৭ রানের জুটি। সেঞ্চুরিও তুলে নেন সাইফ। শেষ বিকেলে দুজনকেই তুলে নিয়ে ফের রংপুরকে খেলায় এনেছেন আলাউদ্দিন। হাতে শেষ দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিনে নামবে ঢাকা।

এএন/০১