সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৯:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৯:৪৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালে ‘জুয়াড়ি’ সন্দেহে তিন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিন চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিন জনকে আটক করে এনএসআই সদস্যরা। আটক তিনজন হলেন- সুনীল কুমার, চেতন শর্মা ও সানী ম্যাগু।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, ‘জুয়াড়ি সন্দেহে শনিবার দুপুরে তিন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এনএসআই সদস্যরা। খেলা নিয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জুয়াড়ি চক্র সক্রিয় থাকে। আটক তিন ভারতীয় নাগরিক সেই নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করছে এনএসআই। এছাড়া তারা বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।’ জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান ওসি।
এএন/০৫