স্পিন ভেলকিতে দিন শুরু বাংলাদেশের

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৭:১০ পূর্বাহ্ন



স্পিন ভেলকিতে দিন শুরু বাংলাদেশের

বৃহস্পতিবার শেষ বিকেলে পেসার মোস্তাফিজকে দুই উইকেট দেওয়ার পর শুক্রবার সকালে স্পিনারদের কাছে খেই হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে টার্ন আর বাড়তি বাউন্সে সফরকারীদের নাড়িয়ে দেওয়ার চেষ্টায় বাংলাদেশ।

আগের দিন অপরাজিত থাকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এনক্রুমাহ বোনারকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এরপরই দলকে সাহস দেওয়া ক্রেগ ব্রাথওয়েটকে বোল্ড করে দিয়েছেন নাঈম হাসান। উইকেট পেয়েছেন মেহেদি মিরাজও। ওয়েস্ট ইন্ডিজ ৬২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানে ব্যাট করছে। 

লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ইনিংসে ৪৩০ রান করতে শুরুতে ধুঁকলেও সাকিব আল হাসান এবং প্রথম সেঞ্চুরি হাঁকানো মেহেদী হাসান মিরাজের কল্যাণে পথ খুঁজে পায়। তাদের আগে ওপেনার সাদমান ইসলাম (৫৯) বড় স্কোরের ভিত গড়ে দেন।

বাংলাদেশের হয়ে লিটন দাস ৬৭ বলে ৩৮ করেন। লিটন ফেরার পর মিরাজকে নিয়ে সাকিব দারুণ আত্মবিশ্বাসে খেলতে থাকেন। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে ১১০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। টেস্টে তার এটি ২৫তম ফিফটি।

শেষ পর্যন্ত ১৫০ বলে ৫ চারে ৬৮ রান করেন সাকিব। মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি ছিল ৬৭ রানের।

মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান ১৬১ বলে। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৩টি চার হাঁকান তিনি।

মিরাজের আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫১তম ওভারে রাকিমকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। ১৬৮ বলে শেষ হয় তার ১০৩ রানের ইনিংস।

বিএ-০৬