খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ০১, ২০২১
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০৬:২৪ পূর্বাহ্ন
ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে থেকেই অনুমিত ছিল সেটা। কিন্তু টেস্ট সিরিজের আগে যেন বদলে গেছে ক্যারিবীয়ানরা। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকেই সাদা পোশাকের ক্রিকেটে এগিয়ে রাখছেন ওয়েস্ট ইন্ডিজকে।
দলটির অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটেরও বিশ্বাস টেস্ট সিরিজে ভালো করবে ওয়েস্ট ইন্ডিজ। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান এই ওপেনার। তার আগে নিজের দায়িত্বটা পালন করতে চান ঠিকভাবে।
তিনি বলেন, ‘আমি দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছি। টেস্টে জেসন (মোহাম্মদ) নেই। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব প্রথম বল মোকাবিলা এবং পরে মাঠে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা। আমি জানি, ছেলেরা এই সিরিজে ভালো করবে।’
প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি খুব খুশি। আমার মনে হয়, ছেলেরা দারুণ করেছে। ব্যাটসম্যানরা দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। কয়েকজন ভালো রান করেছে। ফাস্ট বোলার এবং স্পিনাররাও যথেষ্ট সুযোগ পেয়েছে। তাই আমি বেশ খুশি। প্রথম ইনিংসে আমরা পুরো ১০ উইকেট নিতে পেরেছি। আমার মতে, ছেলেরা সিরিজের প্রস্তুত।’
সিরিজে ভালো ফল পেতে কী করণীয় সেটাও জানালেন ব্রাথওয়েট, ‘বোলিং ইউনিট হিসেবে মাঠে আমাদের পরিকল্পনাগুলো ঠিক রাখতে হবে। ডট বল দিয়ে চাপ বাড়াতে হবে, তা হলেই উইকেট আসবে। ব্যাটসম্যানদের কথা বললে, আমি এই ম্যাচে ফিফটি করেছি কিন্তু এগুতে পারিনি। তাই যে ব্যাটসম্যানই রান পাবে, তাকে সেঞ্চুরি করতে হবে। এতে দল ভালো সংগ্রহ পাবে।’
আরসি-০১