সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ইনিংসের ৩০তম ওভারে বল করতে এসে কুঁচকিতে টান পান সাকিব। এক পর্যায়ে ব্যথায় প্রাথমিক শুশ্রূষা নিয়েও মাঠে থাকতে পারেননি। এ ইনজুরির কারণে টেস্ট সিরিজ নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের ইনজুরির অবস্থা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরীও, 'সাকিবের কুঁচকিতে টান লেগেছে। পর্যবেক্ষণের পর জানা যাবে সাকিবের ইনজুরির কতোটা গুরুতর। তখনই বলা যাবে সাকিব টেস্ট সিরিজ খেলতে পারবেন কি-না।'
এদিন নিজের পঞ্চম ওভারের চতুর্থ বল করার পর পঞ্চম বলটি করার প্রস্তুতি নেওয়ার সময় বড় পদক্ষেপ নিতে গিয়ে কুঁচকিতে টান অনুভব করেন সাকিব। সঙ্গে সঙ্গেই পা চেপে ধরে মুখ বিকৃত করে ফেলেন তিনি। এরপরও বলটি করেন সাকিব। কিন্তু এরপর আর পেরে ওঠেননি। ফিজিও মাঠে আসার পর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকা সম্ভব হয়নি। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এ তারকা।
এএন/০৩