সিডনি টেস্টে ভারতের সামনে ৪০৭ রানের চ্যালেঞ্জ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১১, ২০২১
০৩:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১১, ২০২১
০৩:৪৯ পূর্বাহ্ন



সিডনি টেস্টে ভারতের সামনে ৪০৭ রানের চ্যালেঞ্জ


সিডনি টেস্ট জয়ের জন্য ভারতের সামনে ৪০৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৩৩৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থামল ৩১২ রানে। অর্থাৎ ভারতের সামনে এখন ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা। ইতোমধ্যে চতুর্থ দিনের খেলা শেষ। ভারত তাদের নিজেরদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে। সাজঘরে ফিরে গেছেম দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। দলীয় ৭১ রানে গিল আউট হলে ভাঙে ভারতের ওপেনিং জুটি। গিল ৩১ রান করে হ্যাজেলউডের শিকার হন। এরপর বিদায় নেন রোহিত শর্মা। তাকে ফেরান প্যাট কামিন্স। বিদায়ের আগে রোহিত ৯৮ বল খেলে ৫১ রান করেন। ক্রিজে আছেন চেতেশ্বর পুজার (৯) ও অধিনায়ক আজিংকা রাহানে (৪)।
সিডনি টেস্ট জিততে হলে শেষদিনে ভারতকে করতে হবে ৩০৯ রান। হাতে আছে ৮ উইকেট। আর হার বাঁচাতে হলে খেলতে হবে গোটা দিন। কাজটা কঠিন তবে অসম্ভব নয়। পুজারা, রাহানে সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন স্বনামধন্য। এমন ব্যাটিং লাইন ফ্লপ না করলে বড় রান নিয়ে চাপ নেওয়ার মতো কিছু নেই। তবে চিন্তার সবথেকে বড় কারণ হলো সিডনিতে ভারতীয় ব্যাটসম্যানদের স্টার্ক, হ্যাজলউড, কামিন্সদের বাউন্সার ছাড়াও সামলাতে হবে স্লেজিং, দর্শকদের টিটকিরিসহ অনেক কিছুই।  
এএন/০৪