সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১০, ২০২১
০২:৪৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২১
০২:৪৯ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে ঢাকা আসছে আজ রবিবার। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে ক্যারিবীয় দল। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস বিভাগ।
এই সিরিজ সামনে রেখে একই দিনে বাংলাদেশ ক্রিকেট দল আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে। এরই মধ্যে দুই দফা করোনা পরীক্ষা হয়েছে বাংলাদেশ দলের। প্রথম ধাপের পরীক্ষায় তাদের সবার ফলই নেগেটিভ আসে, এবার দ্বিতীয় ধাপে নেগেটিভ আসা সাপেক্ষে অনুশীলন শুরু করবেন টাইগাররা।
করোনার মধ্যে উইন্ডিজদের এটি তৃতীয় সিরিজ। এর আগে তারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করেছে। তবে এবারের সফরে করোনার ঝুঁকি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১২ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
এএন/০১