সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৯, ২০২০
০৩:৫৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০৩:৫৬ অপরাহ্ন
মঙ্গলবার জেমকন খুলনাকে দিনের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম। অন্যদিকে প্লে-অফ নিশ্চিতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চার জয় পাওয়া খুলনাকে।
মিরপুরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান করে খুলনা। জয়ের জন্য চট্টগ্রামের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৫ রান। ১৯তম ওভারে শুভাগত হোমকে দুই ছক্কা হাঁকিয়ে ১৬ রান আদায় করে নিয়ে শেষ বলে আউট হন নাহিদুল। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান। আল আমিন হোসেনের করা ওভারের প্রথম বল ডট দেন মুস্তাফিজ, দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান তিনি। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে সিঙ্গেল রান নেন মুস্তাফিজ-শামসুর রহমান। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র দুই রান। সেই বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শামসুর রহমান শুভ।
খুলনার সাকিব ও শুভাগত ২টি এবং আল আমিন, মাশরাফি ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।
এএন/০৪