তাহিরপুরে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন, আটক ৭

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন



তাহিরপুরে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন, আটক ৭

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অবৈধভাবে বালি-পাথর উত্তোলন করায় ৭ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বাদাঘাট (উত্তর) ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের ফারুক মিয়ার ছেলে আশিক নুর (২২), নুরুজ আলীর ছেলে সুবায়েল (২৫), মৃত ফরিদ মিয়ার ছেলে আনোয়ার আলী (৫০), মৃত নুর মোহাম্মদের ছেলে রফিকুল (২৫), তার সহোদর আবিকুল (২০), নুর জামালের ছেলে রবিউল (২৮) ও আদর্শ গ্রামের খোয়াজ আলীর ছেলে আব্দুল কাহার (২৫)। 

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নির্দেশনা অমান্য করে গতকাল শনিবার মধ্যরাতে ও আজ রবিবার সকালে যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন করার সময় তাহিরপুর বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান ও এএসআই মো. বিল্লাল হোসেন তাদেরকে আটক করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ৭ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের রবিবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এএইচ/আরআর