সুনামগঞ্জে ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন



সুনামগঞ্জে ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকের ধান কেটে দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের অর্ধশতাধিক কর্মী স্বেচ্ছাশ্রমে ধান কাটতে নামেন।

তারা দেখার হাওরের একজন প্রান্তিক কৃষকের প্রায় ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন। এদিকে, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায়ও স্বেচ্ছাসেবক লীগ স্থানীয় কৃষকের হাওরের বোরো ধান কেটে দিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে এ বছর হাওরের বোরো ফসল কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এখন চলছে ধান কাটার মৌসুম। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আবহাওয়া অফিসের আগাম বন্যার বার্তায় আশঙ্কায় আছেন স্থানীয় কৃষকরা। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের হাওরের কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগকে বিভিন্ন হাওরে ধান কাটতে দেখা গেছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, আমাদের দলীয় সভানেত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন হাওরের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য। সেই নির্দেশনা মেনে আমরা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন হাওরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছি। আজ দেখার হাওরে আমরা একজন কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।

 

এসএস/আরআর