ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২০
০৯:০৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৯:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তি আকিজ প্লাস্টিক কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। তিনি উপজেলার শ্যামপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।
গত ২০-এপ্রিল করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল বুধবার পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এমএ-১/এএফ-৩