শান্তর সেঞ্চুরি, সিলেটকে হারিয়ে বিপিএল শুরু রাজশাহীর

খেলা ডেস্ক


ডিসেম্বর ২৬, ২০২৫
০৭:২২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২৫
০৭:২৩ অপরাহ্ন



শান্তর সেঞ্চুরি, সিলেটকে হারিয়ে বিপিএল শুরু রাজশাহীর

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দারুণ জয় দিয়ে বিপিএল অভিযান শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে শান্তর দল।

সিলেট স্টেডিয়ামে ১৯১ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। ইনিংসের তৃতীয় ওভারেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় দলটি। খালেদ আহমেদের শর্ট বলে পুল করতে গিয়ে মিড-অনে হযরতউল্লাহ জাজাইয়ের হাতে ধরা পড়েন বাঁহাতি ওপেনার, ৮ বলে করেন ১০ রান।

এরপর অধিনায়ক শান্ত ও সাহিবজাদা ফারহান ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে পাওয়ার প্লেতে খুব বেশি গতি আনতে পারেননি তারা। দ্রুত রান তুলতে গিয়ে আউট হন সাহিবজাদা। মেহেদী হাসান মিরাজের ফ্লাইটেড ডেলিভারিতে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, ১৯ বলে তার সংগ্রহ ছিল ২০।

দ্বিতীয় উইকেট পতনের পর রাজশাহীর ইনিংসের পূর্ণ নিয়ন্ত্রণ নেন শান্ত ও মুশফিক। শুরুতে পরিস্থিতি বুঝে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হন এই দুই অভিজ্ঞ ব্যাটার। ৩৬ বলে নিজের ফিফটি পূর্ণ করেন শান্ত। পঞ্চাশের পর নাসুম আহমেদ ও মিরাজকে লক্ষ্য করে টানা বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

১৭তম ওভারের শেষ বলে ইথান ব্রুকসকে ছক্কা মেরে শান্ত ও মুশফিকের জুটি একশ পূর্ণ হয়। শেষদিকে আর পেছনে তাকাতে হয়নি রাজশাহীকে। শেষ ওভারে গিয়ে ৫৮ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন শান্ত। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক। ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে ৩১ বলে ৫১ রান করে ম্যাচ শেষ করেন মুশফিক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স পায় উড়ন্ত সূচনা। রনি তালুকদার ও সাইম আইয়ুব দ্রুত রান তুললেও প্রথম জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ১৫ বলে ২৮ রান করা সাইম ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন।

পাওয়ার প্লে শেষে হযরতউল্লাহ জাজাইকে ফেরান সন্দীপ লামিচানে। লেগ স্পিনারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন তিনি। রনি তালুকদার কিছুক্ষণ টিকে থাকলেও ৩৪ বলে ৪১ রান করে লামিচানের বলে বোল্ড হয়ে যান।

শেষদিকে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনের ব্যাটে বড় সংগ্রহ পায় সিলেট। ৫ ছক্কা ও ৪ চারে মাত্র ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন ইমন। আফিফ করেন ১৯ বলে ৩৩। নির্ধারিত ২০ ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান। রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন লামিচানে।

আরসি-০৫