ছাতকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২৫
১২:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২৫
০১:০০ অপরাহ্ন



ছাতকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

ছাতকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার


সুনামগঞ্জের ছাতকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-৯। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহত ব্যবসায়ী জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগম (৩৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর ছাতকের মহদী গ্রামের আন্দোয়া খাল থেকে ব্যবসায়ী জিয়াউর রহমানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা করেন।

তদন্তে জানা যায়, নিহতের সৎ ভাই বাবুল মিয়ার সঙ্গে রানু বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। পরে দু’জনে মিলে জিয়াউর রহমানকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়।

র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ছাতকের গহরপুর এলাকা থেকে রানু বেগমকে গ্রেপ্তার করে। এর আগে গত ২৬ অক্টোবর মামলার অপর আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রানু বেগমকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

জিসি / ০৫