ক্রীড়া প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৫
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২৫
০৯:২০ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকা পেতে আবেদন করেছেন আমেরিকান বাংলাদেশি ব্যবসায়ী এবং জে এম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী জগলুল হুদা।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মালিকানার জন্য আবেদনের শেষ দিনে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন জগলুল হুদার ছোটভাই ড. আয়ান মুমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় আবেদন জমা দিয়েছি। আশা করি আগামী পাঁচ বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব আমরা পাবো।’
সিলেটবাসীকে শিরোপা দিতে চান জানিয়ে তিনি বলেন, ‘বিপিএলে সিলেটবাসীকে বরাবরই হতাশ হতে হয়েছে। আমরা মালিকানায় আসার পরও বিগত সময়ে কিছু জটিলতা ছিল। তবে সব কিছু কাটিয়ে আমরা শিরোপার পথে হাঁটতে চাই। যদিও এই আসর শুরুর আগে হাতে সময় খুবই কম। তবুও আমরা সাধ্যমত চেষ্টা করব সবকিছু গুছিয়ে আনারও ভালো কিছু করার।’
এর আগেও বিগত ৩বছর সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রবাসী এই ক্রিকেট পাগল সংগঠক। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমির, তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, জাকের আলী অনিক। বিদেশি তারকা ক্রিকেটারের মধ্যে কর্নওয়েল, স্টারলিং, টপলি অন্যতম। তাদের অধিনে প্রথমবারের মতো ফাইনালও খেলে সিলেট।
এএফ/০২