খেলা ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫
০৭:১০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২৫
০৮:১৬ অপরাহ্ন
ক্রিকেটে তৃণমূলের সঙ্গে মূল ধারার যোগাযোগ বাড়াতে, ক্রিকেটারদের উঠে আসার পথ প্রশস্ত করতে এবং প্রবাসী ক্রীড়া অনুরাগীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক রাহাত শামস। তিনি বলেন, ‘প্রবাসী অনেকে আছেন তারা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে চান, কাজ করতে চান। তৃণমূলে ক্রিকেটকে এগিয়ে নিতে তারা নীরবে বড় ভূমিকা রাখছেন। আমরা তাদের আলোয় আনতে চাই।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইলামেরগাওঁ দক্ষিণের মাঠে অনুষ্ঠিতমতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্পোর্টস অর্গানাইজেশন ইউকে-এর আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান রাহাত শামস্।
প্রধান অতিথির বক্তব্যে রাহাত শামস আরো বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলেরও ক্রিকেট প্রতিভা আবিস্কার ও তারা যাতে সহজে উঠে আসতে পারে সেই সেতু তৈরি করে দিতে চাই। এজন্য আমি বৃহত্তর সিলেটের প্রতিটি প্রান্তে যেতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘প্রবাসীদের অনেকে ক্রিকেটের উন্নয়নে নানাভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। সেটিকে স্বীকৃতি দেওয়া এবং এটিকে কিভাবে আরো কার্যকর ও ফলপ্রসূ করা যায় সেটি নিয়ে আমরা কাজ করব।’ এজন্য তিনি সবার সহযোগিতা চান।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউক ‘র কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহ টিপু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ব্যাটিং কোচ রাজিন সালেহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা ক্রিকেট দল প্রধান কোচ রানা মিয়া, শেখঘাট পাইওনার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ জগলু, ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটার শামীম আহমদ শেহনাজ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্ময়ক ওয়াসিম আহমদ, সাবেক ক্রিকেটার এমরান আলী এনাম।
এর আগে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেটার সাব্বির আহমদ।
এএফ/০২