সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫
০৮:৪২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২৫
০৮:৪২ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে রাস্তা সংস্কারের নামে অবৈধভাবে চা-বাগানের টিলা কাটার দায়ে বাগান ব্যবস্থাপক শান্তনু চাকমাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২২অক্টোবর) বিকেলে জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জুড়ী উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, ‘টিলা কাটার ব্যাপারে চা-বাগানের ব্যবস্থাপক কোনো অনুমতি নেননি।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে সাগরনাল চা-বাগানের ব্যবস্থাপক শান্তনু চাকমা খননযন্ত্র দিয়ে বাগানের একটি উঁচু টিলা কেটে ফেলা হচ্ছে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ পরিচালনা করে বাগান ব্যবস্থাপককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।